অন্যের সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব
লেখক
সাদিক হাসান শুভ
পরিচালক, INLEPT
গতকাল বাসে করে আসছিলাম। ক্লান্ত থাকায় একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভাংলো এক নারী ও কান্ডাক্টরের চিল্লা চিল্লিতে। আমার দুই সিট পিছনে তারা অসম্ভব রকম জোরে জোরে চিল্লাচ্ছে। আমি বুঝার চেষ্টা করলাম ঘটনা কী। ঘটনা হলো ঐ নারীর টাকা হারানো গেছে। সে বলতেছে টঙ্গী নেমে ভাড়া ম্যানেজ করে দিবে। আর কন্ডাক্টর তখনই ভাড়া চাচ্ছে। আমি কন্ডাক্টরের আচরণ লক্ষ্য করলাম এবং বুঝলাম সে এই ঝগড়া করে খুব মজা পাচ্ছে। সে ঐ নারীকে বিভিন্ন ভাবে উস্কে দিচ্ছে। মনে হলো বিষয়টা থামানো দরকার। আমি পিছনে গেলাম এবং ঐ নারীর কাছে অনুমতি চাইলাম তাঁর ভাড়া পরিশোধ করার। এবার কন্ডাক্টর কেটে পড়ল। সে এমনকি ভাড়া নিতেও রাজী হলো না।
সব জায়গায় এরকম কিছু অসভ্য থাকে। এরা মানুষকে অপমান করতে চায়। এ অবস্থায় নিজের সাধ্যমতো সহযোগিতা করুন। প্রতিটা মানুষ সম্মানিত। অন্যের সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব।
No comments