"ভালো" ও "খারাপ" এর ধারণা
কোন মানুষ ১০০% বা ০% খারাপ বা ভালো হতে পারেন। কারণ মানুষ কোন মেশিন না যে একেবারে ভালো কাজ করবে এবং একেবারে বন্ধ হয়ে যাবে। সব মানুষের মধ্যেই ভালো ও খারাপ দুই রকমই আছে। আবার ভালো/খারাপের ধারণাটাও আপেক্ষিক। আপনার দৃষ্টিতে যা খুবই খারাপ অন্য একজনের দৃষ্টিতে তা খুবই ভালো। তাই ভালো/খারাপের এই ধারণা এবং বিশেষ করে কাউকে "খারাপ মানুষ" বলার অভ্যাস বাদ দেওয়া উচিত। প্রত্যেকটা মানুষই ভালো এবং দারুন রকমের ভালো। আপনাকে শুধু ভালোর চোখ দিয়ে দেখতে হবে।
-সাদিক হাসান শুভ
No comments