INLEPT

INLEPT
(Institute of Learning and Promoting Tolerance)

God Loves Diversity ।। সৃষ্টিকর্তা ভিন্নতা ভালোবাসেন



Image: Collected and Edited

Author
Sadik Hasan Shuvo
Director, INLEPT

Look around, you will find nothing similar. Flowers are different from flowers, birds are different from birds. There is no similarity between two human being even they are twin their finger prints are different. This difference is the beauty. Think about a garden full of rose. Think about another garden full of different flowers such as: rose, camellia, dahlia, hibiscus etc. Certainly you will like the second one. The earth is a garden of the God. He decorated the garden with diversity. He created human kind with different color, ideology, structure etc. The diversity is the beauty. Think for once, if all the human being look like Bollywood superstar Salman Khan and knowledgeable like Einstein would it be good? Of course not. The world has become beautiful because of these diversified people. God himself like this. But some of us destroy God's creature to make him happy. Shouldn't people love diversity like the way God loves?

Bengali Translation: 
আপনার চারদিকে তাকিয়ে দেখুন কোনকিছুর সাথেই কোনকিছুর মিল নেই। একটি ফুলের সাথে আরেকটি ফুলের মিল নেই, একটি পাখি অন্য পাখি থেকে ভিন্ন। একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোন মিল নেই। যমজ হলেও তাদের আঙ্গুলের ছাপ ভিন্ন। এই ভিন্নতাই সৌন্দর্য। আপনি একটি বাগানের কথা চিন্তা করুন যেখানে শুধু মাত্র গোলাপ আছে। আরেকটি বাগানের কথা চিন্তা করুন যেখানে গোলাপ, ডালিয়া, জবা, বেলি, গন্ধরাজ সহ নানা রকমের ফুল আছে। কোন বাগানটি আপনার ভালো লাগবে? নিশ্চয় দ্বিতীয়টি। এই পৃথিবী সৃষ্টিকর্তার কাছে একটি বাগান। তিনি নানা রকম ভিন্নতা দিয়ে এটি সাজিয়েছেন। নানা বর্ণের, মতের, আকৃতির মানুষ দিয়ে তিনি মানব জাতি তৈরি করেছেন। আর এই ভিন্নতাই সৌন্দর্য। একবার চিন্তা করুনতো দুনিয়ার সব মানুষ দেখতে সালমান খান আর জ্ঞানে আইনস্টাইন হলে আপনার কেমন লাগতো? নিশ্চয় ভালো লাগতো না। আমাদের সমাজে বিভিন্ন বর্ণের, বিভিন্ন বয়সের নানা ধরণের মানুষ আছে বলেই পৃথিবী এত সুন্দর। সৃষ্টিকর্তা নিজেই এটি চেয়েছেন। অথচ আমাদেরই কেউ কেউ সেই সৃষ্টিকর্তাকে খুশি করতে তাঁর সৃষ্টিকে ধংস করে। মানুষের কি উচিত না স্রষ্টা যেভাবে ভালোবাসেন সেভাবে ভিন্নতাকে ভালোবাসা? 

No comments

Theme images by richcano. Powered by Blogger.