INLEPT

INLEPT
(Institute of Learning and Promoting Tolerance)

প্রাত্যহিক জীবনে শব্দ সহিষ্ণুতা



লেখক
সাদিক হাসান শুভ
পরিচালক, INLEPT

আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজে নানা শব্দ ব্যবহার করি। কখনো মানুষকে সম্মোধন  করতে কিংবা কারো ব্যপারে কিছু বলতে। এসব ক্ষেত্রে আমরা প্রায়ই এমন সব শব্দ বেছে নিই যেগুলো মানুষকে আহত করে। অথচ একটু সচেতন হলে আমরা আরো সুন্দর এবং কোমল শব্দ ব্যবহার করতে পারি। সুন্দর ভাষা ব্যবহার করতে পারি। এতে মানুষকে সম্মান করা হবে, মানুষ কষ্ট পাবে না। সম্পর্ক সুমধুর হবে এবং সর্বোপরি আমরা সুন্দর সমাজ গঠন করতে পারব। এরকম কিছু শব্দ এখানে দেওয়া হলো। আপনার যদি এমন আরো কোন শব্দ জানা থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন।  

যা বলি
যা বলা উচিত

কাজের লোক/কাজের মেয়ে
সহযোগি
কর্মচারী
সহকারি/ সহায়ক/ সহ-সহায়ক
বুয়া
গৃহকর্মী
শ্রমিক/ কামলা
কর্মজীবী/ শ্রমজীবি
মূর্খ
লেখা-পড়ার সুযোগ বঞ্চিত
পিচ্চি
নাম ধরে/ বাবু
খারাপ
নির্দিষ্ট সমস্যা উল্লেখ্য করে বলতে হবে “এই অংশটুকু ভালো না”
ফকির/গরিব/ মিসকিন
সুবিধা বঞ্চিত  
পঙ্গু/ শারিরীক প্রতিবন্ধী
শারিরীক ভাবে দুর্বল
কানা/ অন্ধ
চোখে দেখতে পায় না  
বোবা-কালা/ বয়ড়া
কানে শোনতে পায় না  
গায়ের রঙ ময়লা
গায়ের রঙ কালো
বাইট্টা
লম্বা না/ খাটো/ মাপ উল্লেখ করে যেমন ৫ ফুট ২ ইঞ্চি
ভুটকা/ মডু
মোটা
এতিম
মা-বাবা নেই










No comments

Theme images by richcano. Powered by Blogger.