সহিষ্ণুতা
কবিঃ মোহাম্মাদ ফারহান হোসাইন
শিক্ষার্থী, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
প্রানীকূলের শ্রেষ্ঠ জীব,আমরা মানব জাতি।
সৃষ্টিকর্তা দিয়েছেন মোদের অপার কর্ম শক্তি।
শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, দিয়েছেন মানসিকতা;
শতরকম গুন দিয়েছেন সাথে পরমত সহিষ্ণুতা।
.
সহিষ্ণুতা? সেতো মহৎ গুন
অর্জন ক'জন করে!
সবাই যদি চর্চা করতো থাকতো সুখ পুরো বিশ্বজুড়ে।
.
কে সে? হিন্দু নাকি মুসলমান?
এমন প্রশ্ন কেন কর?
আমরাতো সবাই সমান।
.
কালো ধলো আর ন্যাংড়া প্রতিবন্ধী ;
সবাইকে সমান ভেবে চলো গড়ে তুলি সন্ধি।
.
পুত্র,কন্যা আর তৃতীয় লিঙ্গ;
কেন এত ব্যবধান?
সবাইতো মানব সন্তান,
যেন একই আকাশের বিহঙ্গ।
.
ধনী, গরিব আর মধ্যবিত্ত;
কেন এত হিংসা,বিদ্বেষে মত্ত?
সকলেইতো এই ধরার কারিগর,
করেনিতো কেউ একা কার্যসিদ্ধ।
.
সকলে মিলে ধরে আছি হাল,
এই সভ্যতা নামক তরীর।
সকলেরই ঘাম ঝরতেছে,
ক্লান্ত হচ্ছে শরীর।
.
আবেগ, অনুভূতি সকলেরই আছে।
দেহের মাঝে প্রান।
জন্মেছিতো সবাই এই ধরাতে,
আবার মরণে দিবে টান।
.
তাহলে কেন এত অসহনশীলতা? মিলেমিশে কি থাকতে পারিনা?
সম্মান আর ভালোবাসা দিয়ে,
ধরনীটা কি গড়তে পারিনা?
.
আমরা সবই পারি।এটাও পারতে হবে।
তাহলেইতো সহিষ্ণুতার বিজয় নিশান,
বিশ্ব আকাশে উড়বে।
No comments