INLEPT

INLEPT
(Institute of Learning and Promoting Tolerance)

The way to remain Fine ।। ভালো থাকার উপায়


Author
Sadik Hasan Shuvo
Director, INLEPT

Everyone wants to remain fine. But remaining fine varies man to man. One may remain fine just by taking three times meal in a day, one may need luxurious life to remain happy, one may become happy seeing his/her children. However everyone wants to remain happy. But if you look around you will find a number of people who are not happy at all. Frustration, anxiety, illegal activities, greediness, hate, jealousy etc. have wrapped people so that they cannot think themselves well. Then how to remain fine? Well, we will discuss about it in consequent series. Stay with us.

Part I: Being satisfied with what you have and your current status
I do believe that God created all human being with equal happiness and sadness. If he didn’t then it will be injustice and discrimination. But God cannot make discrimination among his creature. He loves all of his creatures and didn’t discriminate between one another. Now the question is does God treated a poor and a rich person equally? I will say, Yes. He did. Let me explain. Human life is highly complex and it is like an iceburg. You can see a very little portion of it the larger portion is hidden. Even husban and wife cannot know everything about his/her spouse. You may consider one unhappy seeing him poor. But you don’t know he may have a hidden happiness. He may have a good child who removes all of his pain. You may consider one happy seeing him rich but you don’t know he may have a hidden pain. May be he is not satisfied with his family.

Thus human being pass their life through sorrow and happiness. If God gives you one thing he will take away another. He keeps balance among people by giving and taking. So in which state you are you are happy and blessed. There is no reason to be worried and anxious. Anxious will give you nothing but uncomfot. So you should thank your God and yourself for your condition, it could be worse. Be satisfied with your status and think how to make it better. Make a good plan and statr your action. Keep trust on God that certainly he will give you something good. If you fail don’t be worried. Remeber, your God loves you more than you love yourself. May be he didn’t fulfil your desire as he knows that this will not be good for you. May be he has something better for you. So just keep yourself patience and carry on. God bless you!

Bengali Translation

প্রত্যেক মানুষই চায় ভালো থাকতে। কিন্তু বিভিন্ন জনের কাছে ভালো থাকা বলতে বিভিন্ন বিষয় বোঝায়। কেউ হয়তো তিন বেলা ডাল-ভাত খেয়ে ভালো থাকে, কেউ বিলাশবহুল জীবন যাপন করে ভালো থাকে। কেউ নিজ সন্তানের মুখ দেখে ভালো থাকে। তবে যেভাবেই হোক সবাই দিন শেষে ভালো থাকতে চায়। কিন্তু যদি আপনি চারদিকে তাকান দেখবেন বেশিরভাগ মানুষ ভালো নেই। হতাশা, দুশ্চিন্তা, কুচিন্তা, অনৈতিক, অবৈধ, লোভ, ঘৃণা, হিংসা ইত্যাদির কঠিন জালে মানুষ এমনভাবে জড়িয়ে গেছে যে সে আর ভালো থাকতে পারছে না। তো কীভাবে ভালো থাকা সম্ভব? আমরা কয়েকটি পর্বে এই ভালো থাকার বিষয়টি আলোচনা করব।  

পর্ব-১ ।  নিজের অবস্থানে সন্তুষ্ট থাকা
আমি মনে করি সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে সমান সু্খ এবং দুঃখ দিয়ে সৃষ্টি করেছেন। যদি না করে থাকেন তাহলে তা অবিচার এবং বৈষম্য। সৃষ্টিকর্তা তাঁর সৃষ্টির মধ্যে নিশ্চয় বৈষম্য তৈরি করবেন না। তিনি তাঁর সব সৃষ্টিকে ভালোবাসেন এবং সব সৃষ্টিকে সমান সুখ-দুঃখ দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো যে মানুষটি দৃষ্টি প্রতিবন্ধী কিংবা দিন আনে দিন খায় তারা কি সুস্থ্য এবং ধনী মানুষের তুলনায় সমান সুখী? উত্তর হলো হ্যাঁ। কীভাবে ব্যাখ্য করছি। মানুষের জীবন বেশ জটিল, অনেকটা বরফের চাইয়ের মতো। আমরা কোন মানুষের সামান্য একটি অংশ দেখতে পারি। একটি বড় অংশ থাকে অজানা। এমনকি একসাথে বসবাস করা স্বামী-স্ত্রী ও এঁকে অন্যকে সম্পূর্ণ জানতে পারে না। আপনি হয়তো দেখছেন একটা লোক দৃষ্টি প্রতিবন্ধী কিংবা দিন মজুর। এটুকু দেখে আপনি তাকে দু;খী মনে করতে পারেন কিন্তু তাঁর হয়তো এমন কোন সুখ আছে যা আপনি দেখতে পান না। হয়তো তাঁর এমন একজন সন্তান আছে যাকে দেখলে বা যার কথা শোনলে তাঁর মন প্রশান্তিতে ভরে যায়। আবার কেউ একজনকে খুব ধনী দেখে আপনি বলে দিলেন সে সুখী কিন্তু হয়তো তাঁর এমন এক দুঃখ আছে যা আপনি জানেন না। হয়তো সে তাঁর পরিবার নিয়ে সুখী নয়।   

এভাবেই মানুষ সুখ এবং দুঃখের মধ্য দিয়ে জীবন যাপন করতে থাকে। সৃষ্টিকর্তা কাউকে এদিকে দেন তো ওদিকে কেড়ে নেন। এভাবে তিনি মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা করেন। তাই আপনি যে অবস্থায় আছেন তা যেকোন এক দিক দিয়ে সুখের। এ অবস্থায় আপনার হতাশ হবার কোন কারণ নেই। দুশ্চিন্তা করার তো প্রশ্নই আসে না। দুশ্চিন্তা আপনাকে অস্থিরতা ছাড়া আর কিছুই দিবে না। তাই যে অবস্থায় আছেন সে অবস্থায় নিজেকে এবং আপনার স্রষ্টাকে ধন্যবাদ দিন, অবস্থা এর চেয়ে খারাপও হতে পারতো। নিজ অবস্থার উপর সন্তুষ্ট থাকুন এবং ঠান্ডা মাথায় ভাবতে থাকুন কীভাবে আরো ভালো কিছু করা যায়। এরপর নিজ কাজে মনযোগ দিন। আশা করা যায় খুব শীঘ্রই আপনার অবস্থা আরো ভালো হবে। আর যদি অনেক চেষ্টা করেও আপনি কাঙ্ক্ষিত সফলতা না পান তাতেও হতাশ হবেন না। মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনাকে আপনার চেয়ে বেশি ভালোবাসেন। হয়তো আপনি যার জন্য চেষ্টা করছেন তিনি তা আপনার জন্য মঙ্গলজনক মনে করছেন না। তাই তিনি আপনাকে তা দেননি। কিন্তু পরবর্তীতে এরচেয়ে আরো ভালো কিছু তিনি আপনাকে দিতে পারেন। এ অবস্থায় ধৈর্য ধরে সন্তুষ্ট চিত্তে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখুন। আপনার জন্য শুভ কামনা। 

No comments

Theme images by richcano. Powered by Blogger.