INLEPT

INLEPT
(Institute of Learning and Promoting Tolerance)

Pardon Brings Pleasure ।। ক্ষমা আনে স্বস্তি




Writer
Sadik Hasan Shuvo
Director, INLEPT

Pardon Brings Pleasure
Way to remain happy ।।  Part II
As a social being every day we communicate, talk and involve with a number of people. During these interaction we do mistake frequently. Mistakes make us perfect gradually. The people around us also do mistake. People do mistake in deeds, words and attitudes. If we consider all mistakes seriously and punish for all of these it will make a huge distance with people around us. Hate will reach at its supreme level. All activities will be stopped.  

We have to recognize the proverb, “To err is human”. People need to forgive and forget little and unwilling mistakes. You need to forgive others the way you forgive your brothers. Help him to identify the mistakes and make correction. Otherwise the society will be infertile, there will be no creativity.

The more important issue is pardon brings pleasure for you. If you cannot forgive one you will not be able to remain pleased. Your conscience will hit you and make you discomfort each time. Moreover there is a possibility of revenge. So before go to sleep you need to forgive people every day. It will make you happy, make the society happy. It will bring pleasure and progress.

Bengali Translation

ক্ষমা আনে স্বস্তি
ভালো থাকার উপায়।। পর্ব-২
সমাজে চলতে গিয়ে আমরা প্রতিদিন বহু মানুষের সাথে যোগাযোগ করি, কথা বলি, বিভিন্ন রকমের কাজ-কর্ম করি। এসব করতে গিয়ে বেশিরভাগ সময়ই ভুল করি। ভুল করতে করতে ধীরে ধীরে শুদ্ধ হয়। আমরা যেমন করি তেমনি আমাদের সাথে যারা সম্পৃক্ত তারাও ভুল করে। কথায় ভুল হয়, কাজে ভুল হয়, আচরণে ভুল হয়। এখন আমরা যদি এসকল ভুলকে খুব বড় করে দেখি এবং সকল ভুলের জন্য শাস্তি দিই বা ঘৃণা করি তাহলে দেখা যাবে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার আসেপাশের সকল মানুষের সাথে আপনার এক ভয়ানক দূরত্ব তৈরি হবে। ঘৃণা চরম আকার ধারণ করবে। সকল কাজ কর্ম বন্ধ হয়ে যাবে। সমাজ অচল হয়ে যাবে।

মানুষ ভুল করবে এটা ধরে নিয়েই আপনাকে আগাতে হবে। ছোটখাট এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। যেভাবে আপনি আপনার ভাই কে ক্ষমা করেন সেভাবে আপনি অন্যদেরও ক্ষমা করুন। ভুল ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের সুযোগ দিতে হবে। অন্যথায় সমাজ বন্ধ্যা হয়ে যাবে, কোন সৃষ্টিশীলতা জায়গা পাবেনা।

আর তারচেয়ে বড় কথা হলো কাউকে ক্ষমা না করলে আপনিও শান্তিতে থাকতে পারবে না। আপনার ভিতরে বিবেক আপনাকে প্রতিনিয়ত আঘাত করতে থাকবে। আর প্রতিহিংসার ভয় তো আছেই। তাই প্রতিদিন ঘুমাতে যাবার আগে সকলকে ক্ষমা করে দিন। নিজে ভালো থাকবেন। অন্যরাও ভালো থাকবে। স্বস্তি ও সমৃদ্ধি আসবে।

No comments

Theme images by richcano. Powered by Blogger.